আমাদের টার্মস এন্ড কন্ডিশন:
১) আমাদের ফোন, হোয়াটসঅ্যাপ এবং বিকাশ পেমেন্ট মাধ্যম নম্বর: 8801886388582 ইহা ব্যাতিত অন্য কোনো নম্বর দ্বারা যোগাযোগ করে আপনাদের নাম নিয়ে আপনাদের প্রতারিত করার শেষটা করে তাহলে বিভ্রান্ত সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। কেউ আমাদের নাম নিয়ে আপনারকে প্রতারিত করার চেষ্টা করলে সেটির জন্য Somorthon Ltd. কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
২) গ্রাহককে পারচেজ করার পূর্বে নিজ দায়িত্বে প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ জেনে পারচেজ করা বাধ্যতামূলক।
৩) পারচেজ করার পর কোনো ধরণের রিফান্ড করা হবে না।
৪) সকল গাইডলাইন মেনে আমাদের অনলাইন ও পিসি সাপোর্টেড সফটওয়্যারগুলো ব্যবহার করতে হবে। নিয়ম বাহিরে ব্যাবহার করলে একাউন্টে কোনো সমস্যা (ব্যান বা ব্লক) হলে এটির জন্য Somorthon Ltd. কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৫) আমাদের হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারটি আনঅফিশিয়াল এপিআই ব্যবহার করা হয়েছে। যদি হোয়াটসঅ্যাপ বা মেটা তাদের গাইডলাইন পরিবর্তন করেন যে আনঅফিশিয়াল এপিআই ব্যবহার করা সফটওয়্যার থেকে মেসেজ সেন্ড করা যাবে না, তাহলে এটির জন্য Somorthon Ltd. কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৬) আপডেট ভার্সন আসলে তা কর্তৃপক্ষের কাছ থেকে সংগ্রহ করে নিতে হবে।
৭) সাপোর্ট টিমের কারোর সাথেই কোনো ধরণের দুর্ব্যবহার করা যাবেনা।
৮) কোনো কিছু না বুঝিলে গ্রাহককে নিজ থেকে বার বার ইন্সট্রাকশন দেখে ও সাপোর্টে জিজ্ঞেস করে বুঝে নিতে হবে।